মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

৫ ফেব্রুয়ারি সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক

৫ ফেব্রুয়ারি ঢাকাসহ জেলাপর্যায়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী এই বিক্ষোভ সমাবেশ করবে দলটি। গতকাল রাজধানীর সেগুনবাগিচার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘ডামি নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে। ডামি নির্বাচনের সংসদ দিয়ে সরকারের আয়ু বাড়ানো যাবে না। জবরদস্তি করে ক্ষমতায় থাকতে গিয়ে সরকার দেশকে পরাশক্তির লীলাক্ষেত্রে পরিণত করেছে। সরকারের প্রতি ভারত, চীন, রাশিয়ার সমর্থন ভূরাজনৈতিক স্বার্থের নোংরা প্রকাশ।

তিনি আরও বলেন, ‘ভারত এই সরকারকে সমর্থন করে কার্যত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মানুষ এই অত্যাচার ও রাষ্ট্র ধ্বংসের কর্মকাণ্ড মানে না। কঠোর গণ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর