বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবৈধ দখলে থাকা ফুটপাত উদ্ধারে অভিযানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল নগরীর থিয়েটার ইনস্টিটিউটে চসিকের ৩৬তম সাধারণ সভায় এ কথা বলেন।  মেয়র বলেন, নগরীর ফুটপাত দখল জনগণের জন্য অসহনীয় হয়ে গেছে। মানুষ স্বস্তিতে হাঁটতে পারবে না, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবে না তা হতে পারে না। আমরা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সভা করেছি। দখল হওয়া ফুটপাত উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার পাশাপাশি পে-পার্কিং চালুসহ বহুমুখী পদক্ষেপ নেওয়া হবে। সিডিএর জলাবদ্ধতা প্রকল্প প্রসঙ্গে মেয়র বলেন, সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ অত্যন্ত ধীরগতিতে হচ্ছে। আমি প্রকল্পের এলাকাগুলো পরিদর্শন করে দেখেছি চাক্তাই খাল, বিরজা খালসহ বিভিন্ন প্রকল্প সংশ্লিষ্ট এলাকায় মাটি জমে আছে।

 এ মাটি উত্তোলন করা না হলে এ বছরও নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হবে। এজন্য বর্ষাকাল আসার আগেই নালা-খালের মাটি উত্তোলন করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর