বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কুমিল্লা সিটি কাউন্সিলরের কার্যালয়ে গুলি

কুমিল্লা প্রতিনিধি

মাদকের বিরুদ্ধে কথা বলায় কুমিল্লা নগরীর ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রহমানের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি করেছে একদল দুর্বৃত্ত। গতকাল বিকালে নগরীর গোবিন্দপুর খলিফাবাড়ি এলাকার কাউন্সিলর কার্যালয়ে এ ঘটনা ঘটে। কান্দিরপাড় ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসি ফুটেজে দেখা যায়, একদল যুবক কাউন্সিলর কার্যালয় লক্ষ্য করে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটায়। এর পর পরই গুলি করে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাউন্সিলর আবদুর রহমান বলেন, আমি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কথা বলায় এ হামলার ঘটনা ঘটে। এর আগেও এমন হামলা হয়েছে। আমি থানায় যাচ্ছি লিখিত অভিযোগ করতে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, আমরা ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর বুঝতে পারব আসলে কেন বা কী কারণে এমন ঘটনা ঘটল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর