বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সিলেটের স্থলবন্দরে প্রাণচাঞ্চল্য

পাথর আমদানি শুরু, কাজে ফিরলেন ৫০ হাজার শ্রমিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের স্থলবন্দরে প্রাণচাঞ্চল্য

বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবিতে টানা ২৩ দিন বন্ধ থাকার পর সিলেটের স্থলবন্দর ও শুল্কস্টেশনগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরেছে। আজ থেকে শুরু হয়েছে ভারত থেকে পাথর ও চুনাপাথর আমদানি। সিলেটের দুটি বন্দর ও সাতটি শুল্কস্টেশন দিয়ে আমদানি শুরু হওয়ায় কাজে ফিরেছেন আমদানিকৃত পাথরের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় অর্ধ লাখ শ্রমিক। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি এমদাদ হোসেন জানান, সিলেটের সবকটি স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে পাথর ও চুনাপাথরের আমদানি শুল্ক (ইম্পোর্ট অ্যাসেসমেন্ট রেট) প্রতি টনে ১২.২৫ ডলার থেকে বাড়িয়ে ১৩ ডলার করার নির্দেশনা জারি করেছিল এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্তের প্রতিবাদে এবং বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবিতে ৮ জানুয়ারি থেকে সিলেটের সবকটি স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে পাথর ও চুনাপাথর আমদানি বন্ধ করে দেন সিলেটর আমদানিকারকরা। পাথর ও চুনাপাথর আমদানি বন্ধ হয়ে যাওয়ায় দুটি স্থলবন্দর ও সাতটি শুল্কস্টেশনে কর্মরত লোড-আনালোড, পরিবহন ও পাথর ভাঙা শ্রমিক কর্মহীন হয়ে পড়ে। অবশেষে মঙ্গলবার কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে সমঝোতা হয়। ১২.২৫ ডলারের পরিবর্তে ১২.৭৫ ডলার শুল্ক নির্ধারণ করা হয়। ব্যবসায়ী নেতা এমদাদ হোসেন আরও জানান, গতকাল থেকে পাথর ও চুনাপাথর আমদানি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিকাল ৫টার মধ্যে পাথরবাহী কোনো ট্রাক বাংলাদেশ সীমান্তে পৌঁছাতে পারেনি।

 

সর্বশেষ খবর