বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পাঁচ তলা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে ফারদিন আহমেদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টায় যাত্রাবাড়ীর ধলপুর থেকে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, ফারদিন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী গ্রামের মহিবুর রহমানের ছেলে। তারা যাত্রাবাড়ীর ধলপুরে ভাড়া থাকেন। ঢামেকে ওই শিশুর মা মোসলেমা বেগম জানান, তার এক ছেলে এক মেয়ের মধ্যে ফারদিন ছিল ছোট। ফারদিনের বাবা যাত্রাবাড়ীর একটি কাপড়ের দোকানের কর্মচারী। তারা চলতি মাসে ধলপুরের ওই বাড়ির তৃতীয় তলায় নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছেন। প্রতিদিনের মতো গতকালও শিশু ফারদিনকে নিয়ে পাঁচতলার ছাদে কাপড় শুকাতে যান তিনি। বাড়িওয়ালা প্রথমেই বলেছিল ছাদে রেলিং নেই। শিশু নিয়ে ছাদে গেলে সাবধানে থাকবেন। কিন্তু ফারদিন কান্নাকাটি করলে তাকে কোল থেকে নামিয়ে তিনি কেবল কাপড় শুকাতে দিচ্ছিলেন। এরপর পেছনে তাকিয়ে দেখেন ফারদিন নেই। পরে তিনি এদিক-ওদিক তাকিয়ে দেখেন নিচে পড়ে আছে ফারদিন। চোখের পলকেই সে নিচে পড়ে গেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। আর বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর