শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কারাবন্দি আলেমদের মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আটক আলেমদের দ্রুত মুক্তি ও আলেম-ওলামাদের হয়রানি বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। একই সঙ্গে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়। গতকাল রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরার দ্বিতীয় অধিবেশনে এসব দাবি জানান। মজলিসে শুরার সভায় পাঠ্যপুস্তক থেকে শিরকি ও কুফরি পাঠ বাতিল, দেশে দেশে মুসলিম নির্যাতন বন্ধ, সীমান্ত হত্যা বন্ধ, রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ও খেলাফত প্রতিষ্ঠার আহ্বানসহ ১১ দফা প্রস্তবনা পাস হয়। সভায় মাওলানা আতাউল্লাহ আমীনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা ফজলুর রহমান, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি সাঈদ নুর, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আবদুল আজিজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ। সভাপতির বক্তব্যে দলের আমির আল্লামা ইসমাঈল নুরপুরী বলেন, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। হয় দাম কমাতে কার্যকর পদক্ষেপ নিন, অন্যথায় ক্ষমতা ছেড়ে দিন।

তিনি আরও বলেন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক দীর্ঘ প্রায় তিন বছর ধরে কারাগারে বন্দি, রাজনৈতিক নেতাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এ সময় সংগঠনের মহাসচিবসহ কারাবন্দি আলেম ও গ্রেফতার রাজনৈতিক নেতাদের দ্রুত মুক্তি এবং রাজনৈতিক হয়রানি বন্ধ করার দাবি জানান তিনি। অন্যথায় দেশের জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর