শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাদামের আড়ালে গাঁজার ব্যবসা গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁয়ে গাঁজা বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাদাম বিক্রির আড়ালে গাঁজা বিক্রি করতেন তারা। তারা হলেন- আবদুল আজিজ (২৮), সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম (৩০) ও রমজান আলী (৪৫)। তাদের মধ্যে আজিজ ও জাহিদুল সম্পর্কে চাচা ভাতিজা। রমজান-আজিজ পরস্পর বেয়াই। বৃহস্পতিবার রাতে তেজগাঁয়ের তেজকুনিপাড়ার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পুরিয়া গাঁজা জব্দ করা হয়। গতকাল তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, বাদাম বিক্রির আড়ালে গাঁজা বিক্রি করতেন তারা। বাদামের প্যাকেটের মতো করেই এসব গাঁজা প্যাকেটজাত করা হয়। তিনজনই চিহ্নিত মাদক কারবারি। তারা মূলত গাঁজা বিক্রি করেন। আজিজের বিরুদ্ধে ২৮টি, রমজানের বিরুদ্ধে সাতটি এবং জাহিদুলের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। তারা তেজকুনিপাড়ায় একটি ভাড়া বাসায় গোপনে গাঁজার ব্যবসা করতেন। গাঁজা ক্রেতা বিক্রেতার কাছে সেই বাসা গাঁজার আড়ত নামে পরিচিত। এদিকে রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কেএন রায় নিয়তি জানান, তাদের কাছ থেকে ১ হাজার ৭৭৬ পিস ইয়াবা, ৭৫ গ্রাম হেরোইন, ৪ কেজি ৭৮০ গ্রাম ৪৪০ পুরিয়া গাঁজা ও ৭৫ বোতল দেশি মদ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর