শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সমাজ দেশ পরিবার নিয়ে এখন কারও ভাবনা নেই : হানিফ

নিজস্ব প্রতিবেদক

সমাজ দেশ পরিবার নিয়ে এখন কারও ভাবনা নেই : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নীতি নৈতিকতাহীন, মানবিক মূল্যবোধহীন জীবন কখনো সুন্দর হতে পারে না। মানুষের মধ্যে সমাজ দেশ পরিবার নিয়ে ভাবনা নেই। ব্যক্তি ও দলীয় স্বার্থের জন্য যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, তাদের মধ্যে নীতি-নৈতিকতা নেই। আজ মানুষের মধ্য থেকে সততা, মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। গতকাল সকালে শিল্পকলা একাডেমিতে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ আয়োজিত শিশু শিল্পীদের আঁকা চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  মানুষ ধীরে ধীরে যান্ত্রিক জীবনে চলে যাচ্ছে উল্লেখ করে হানিফ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব স্বার্থ উপেক্ষা করে দেশ ও জাতি নিয়ে ভেবেছেন বলেই আজ আমরা স্বাধীন। এ সময় বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ভাস্কর রাশা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য ড. মো. শাহিনুর রহমান এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিথুন মোস্তাফিজ বক্তৃতা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর