শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আজ ‘সংখ্যালঘু নির্যাতনের’ তদন্ত শুরু করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ এনে বিএনপির গঠিত কমিটি আজ থেকে তদন্ত কার্যক্রম শুরু করবে। সকালে ঢাকা থেকে ফরিদপুর ও খুলনা বিভাগে সরেজমিনে তদন্ত করতে যাবেন কমিটির সদস্যরা। প্রথমে ফরিদপুরে যাবেন তারা। এরপর খুলনা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে দলের কেন্দ্রীয় তদন্ত কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাশ অপু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর