শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ট্রেনের ধাক্কায় ছেলের সামনে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ছেলের সামনে ট্রেনের ধাক্কায় লাইলী বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ছেলেকে নিয়ে লালমনিরহাটগামী একটি চলন্ত ট্রেনে ওঠার সময় ওই দুর্ঘটনা ঘটে। গতকাল ঢাকার রেলওয়ে থানার (কমলাপুর) এসআই হারুনুর রশিদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় লাইলী বেগম তার ছেলে হৃদয় হোসেনকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে কমলাপুর রেলস্টেশনে এসে ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে লালমনিহাটগামী একটি চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে যান। এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

আরও দুজনের মৃত্যু : রাজধানীর কুড়িল ও ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের ধাক্কায় গতকাল আরও দুজনের মৃত্যু হয়েছে। ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সানু মং মারমা বলেন, কুড়িল বিশ্বরোড এলাকায় বিকাল সাড়ে ৫টায় কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়। বিকাল সাড়ে ৩টায় ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে রেললাইনের পাশে পড়ে থাকা এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর