রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সাধারণ সভায় বক্তারা

সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাজুস সুসংগঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) নেতারা বলেছেন, বাজুস সুসংগঠিত হওয়ার পেছনে মুখ্য ভূমিকা পালন করছেন দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। যার অনুপ্রেরণা ও নেতৃত্বে বর্তমান বাজুস আগের চেয়ে অনেক বেশি সংগঠিত এবং গতিশীল। আগে স্বর্ণ ব্যবসায়ীদের পুলিশি হয়রানির শিকার হতে হতো। এখন কোনো ব্যবসায়ী হয়রানির শিকার হলে দ্রুত ব্যবস্থা নিয়ে সমাধান করা হচ্ছে।

গতকাল চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাজুস চট্টগ্রাম জেলার বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। বাজুস চট্টগ্রামের সভাপতি মৃণাল কান্তি ধরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সহসম্পাদক মো. শাহজাহান সিদ্দিকী ও রাজীব ধর তমাল। সম্পাদকীয় পাঠ করেন বাজুস চট্টগ্রামের সাধারণ সম্পাদক প্রণব সাহা, বার্ষিক আয়-ব্যয়ের তথ্য উপস্থাপন করেন কোষাধ্যক্ষ প্রতাপ ধর। সভায় বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বন্ধের দিনও দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করতেন। এখন বাজুসের উদ্যোগে সেটা ৯৫ শতাংশ কমিয়ে আনা হয়েছে। এ ছাড়া পুরনো স্বর্ণ কেনার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা, ক্যাশ মেমোর মাধ্যমে স্বর্ণ বিক্রি নিশ্চিত, খরিদ ভাউচারের মাধ্যমে স্বর্ণ ক্রয়, বিক্রেতার এনআইডি কার্ডের কপি সংগ্রহে রাখতে ব্যবসায়ীদের নোটিসের মাধ্যমে জানানো হয়েছে। যাতে কোনো সমস্যা হলে আমরা দ্রুত সেটার সমাধান করতে পারি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বাজুস চট্টগ্রামের সহসভাপতি সুধীর রঞ্জন বণিক। উপস্থিত ছিলেন সহসভাপতি সিদুল কান্তি ধর, দিলীপ কুমার ধর, হারাধন মহাজন, বিপ্লব বসাক, লিটন কান্তি ধর, যীশু বণিক, সহসম্পাদক কাজল বণিক, প্রদীপ গুহ, অমিত ধর, হিরন্ময় ধর, সুকুমার দে, খোকন ধর, হাজী মোহাম্মদ নুরুল হক, সুজিত কুমার ধর, কার্যকরী সদস্য মিনানাথ ধর, গোপীনাথ ধর, রুবেল কান্তি ধর, তপন কান্তি ধর, স্বপন চৌধুরী, রণিক বণিক, মিন্টু ধর, শম্ভু ধর, বরুণ হাজারী, বিপ্লব কান্তি ধর, স্বপন কুমার ধর, নুরুল আবছার চৌধুরী, রপন কান্তি ধর, শান্তনু বণিক, দিলীপ কুমার বণিক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর