রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নির্বাচনে কেউ কথা রাখেনি : সুপ্রিম পার্টি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দিন আহমেদ বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ করার আশ্বাসের ব্যাপারে কেউ কথা রাখেনি! কাজের কাজ কিছু হয়নি। জনগণ ভোট কেন্দ্রে আশানুরূপ উপস্থিতি ছিল না। তবে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে আমরা চেয়েছি, আওয়ামী লীগ দেশের জন্য ভালো কাজ করুক।’ গতকাল রাজধানীতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গত নির্বাচনে দলের সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিএসপি চেয়ারম্যান আরও বলেন, জনগণের পাশে আমাদের থাকতে হবে; দুর্নীতি, সিন্ডিকেট ও সব অব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের ঊর্ধŸগতি কালো টাকার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সভায় আরও বক্তব্য দেন পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবদুল আজিজ সরকার, স্থায়ী পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন, সহদফতর সম্পাদক এ কে নাহিদ, প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহি, মো. আসাদুজ্জামান, বাবু নিতাই চন্দ্র, মাওলানা মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর