সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বরিশালে প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে সৌদি রিয়েল কম মূল্যে বিক্রির কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে তিনটি রিয়েল উদ্ধার করা হয়। গত শনিবার সন্ধ্যায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মাঝ গেট থেকে তাকে আটক করে নগর গোয়েন্দা পুলিশের একটি দল। আটক মো. রুহুল আমিন মিন্টু (৪০) বরগুনা জেলার আমতলী উপজেলার বাইনবুনিয়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।

গতকাল বিএমপির মিডিয়া সেল থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেডিকেলের মাঝ গেটে সৌদি রিয়েল কম মূল্যে বিক্রির কথা বলে নিরীহ জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে উপ-পরিদর্শক ছগির হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিন মিন্টুকে আটক করে। এ সময় তার দেহ  তল্লাশি করে ১০০ রিয়েল মূল্যমানের একটি এবং ৫০ রিয়েল মূল্যমানের দুটি রিয়েল উদ্ধার করে তারা। অভিযানের সময় মিন্টুর তিন সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় আটক মিন্টু এবং তার পালিয়ে যাওয়া তিন সহযোগীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর