সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

টাঙ্গাইল শাড়ির প্যাটেন্ট পেতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : নানক

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল শাড়ির প্যাটেন্ট পেতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : নানক

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের টাঙ্গাইল শাড়ির প্যাটেন্ট (ভৌগোলিক নির্দেশক) পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। জরুরিভাবে সংশ্লিষ্ট সবার সঙ্গে সভা করে নির্দেশনাও দেওয়া হয়েছে। গতকাল রাজধানীর মতিঝিলের পাট অধিদফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময়  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রউফ, পাট অধিদফতরের মহাপরিচালক ড. সেলিনা হোসেন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও পাটমন্ত্রী নানক বলেন, পাট চাষ নিশ্চিত করতে বীজ সরবরাহ ঠিক রাখার পাশাপাশি কৃষককে অন্যান্য উপকরণ সহায়তার কারণে সাম্প্রতিক বছরগুলোতে পাটের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। কৃষকদের কাঁচা পাটের উপযুক্ত দাম নিশ্চিত করতে মধ্যস্বত্ব¡ভোগীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর