সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বেড়িবাঁধের মাটি লুটে জড়িতদের বিরুদ্ধে নাসিমের হুঁশিয়ারি

ফেনী প্রতিনিধি

বেড়িবাঁধের মাটি লুটে জড়িতদের বিরুদ্ধে নাসিমের হুঁশিয়ারি

মুহুরী নদীর চরের মাটি কেটে নেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তিনি অবৈবধভাবে নদীর পাড়ের মাটি লুটে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। মাটি কাটার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে তিনি বৃহস্পতিবার রাতের মধ্যে জড়িতদের নিজ উদ্যোগে বেড়িবাঁধ পুরোপুরি মেরামত করে দেওয়ার পরামর্শ দেন। নইলে জড়িতদের বিরুদ্ধে তিনি বাদী হয়ে মামলা করার কথা ঘোষণা দিয়েছেন। আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন  ‘মুহুরী নদীর বেড়িবাঁধের মাটি যারা কেটে নিয়ে গেছে, তাদের বিষয়ে আমার কাছে তথ্য রয়েছে। বৃহস্পতিবারের মধ্যে বেড়িবাঁধ পুরোপুরি মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে এনে দেওয়ার জন্য অনুরোধ করছি।’ বৃহস্পতিবার রাত ১০টায় আলাউদ্দিন নাসিম তার ব্যক্তিগত আইডিতে মাটি কাটার বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তিন হাজার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। এমন সাহসী উদ্যোগের জন্য তাকে সাধুবাদ জানান তারা। আবেগে আপ্লুত হয়ে অনেক ফেসবুক ফলোয়ার লেখেন তারা অর্ধশত বছরেরও বেশি সময় ধরে এমন এক মানবিক সৎ এবং নিষ্ঠাবান সংসদ সদস্যকে পাওয়ার অপেক্ষায় ছিলেন। মাটি কেটে নেওয়ার সঙ্গে জড়িত মির্জানগর ইউনিয়নের কাউতলী গ্রামের বকুল মিয়া ওই জায়গা তাঁর নিজস্ব সম্পত্তি দাবি করছেন। তবে, মাটি কাটার জন্য উপজেলা প্রশাসনের অনুমতি নেননি বলে জানিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু চাকমা বলেন, বিষয়টি তিনি সংসদ সদস্যের ফেসবুকে দেখেছেন। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হবে।

পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলা বলেন, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এমপি বৃহস্পতিবার রাতে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর