সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রংপুরে মাদক উদ্ধারে গিয়ে এলাকাবাসীর সঙ্গে হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে মাদকের চালান উদ্ধার করতে গিয়ে এলাকাবাসীর সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের শেখ হাসিনা সেতুর দক্ষিণ প্রান্তে মহিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করলে গঙ্গাচড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদক কারবারি, মাদকের চালান, পরিবহনের প্রাইভেট কারসহ মাদকদ্রব্য উদ্ধার করে। জানা গেছে, লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার কাকিনা বাজার থেকে রংপুর নগরীর দিকে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে আসছিল। এলাকাবাসীর সন্দেহ হলে তারা মহিপুর বাজারে প্রাইভেট কারটিসহ মাদক কারবারি মেহেদী হাসানকে (২৫) আটক করে। স্থানীয়রা কারের ভিতরে থাকা তিন বস্তা ফেনসিডিলের চালান দেখতে পায়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা উপস্থিত হয়ে প্রাইভেট কার থেকে মাদকের চালান বের করতে স্থানীয়দের বাধা দেয়। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের বাগবিত া ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক আবু আসলাম বলেন, জনতার হাতে আটক হওয়া প্রাইভেট কারটি তল্লাশি করলে উপস্থিত জনতা আমাদের ওপর হামলা করে।

গঙ্গাচড়া থানা পুলিশের সহযোগিতায় সেখান থেকে তিন বস্তায় থাকা ৪৫৫ বোতল ফেনসিডিল, প্রাইভেট কারসহ মাদক কারবারি মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি রংপুর নগরীর জোবেদা স্কুল অ্যান্ড কলেজ এলাকায়। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর