সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মেট্রোরেলে হাফ পাস দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর, সহজে যাতায়াত সুবিধার্থে স্টুডেন্ট র‌্যাপিড পাস প্রদান, অতিরিক্ত ভাড়া কমানো ও সর্বনিম্ন ভাড়া ১০টাকা করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। গতকাল রাজধানীর ফার্মগেটে বেলা ১১টায় এ কর্মসূচি পালন করার ডাক দেওয়া হলেও পুলিশি বাধার মুখে সেখানে তা হয়নি। পরে তারা শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নেয়। এ সময় মেট্রোরেলে হাফ পাস চাই আন্দোলনের সমন্বয়ক মুহাম্মদ প্রিন্স বলেন, মেট্রোরেলে হাফ পাস এখন শিক্ষার্থীদের গণদাবি। কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে আমাদের দাবি রাষ্ট্রের কাছে তুলে ধরতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হলাম যা আমাদের বাকস্বাধীনতার উপরে আঘাত।

আন্দোলনের যুগ্ম সমন্বয়ক আশরাফুল ইসলাম নির্ঝর বলেন, শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশ এমনকি প্রতিবেশী দেশ ভারতের গণপরিবহনেও হাফ-পাস রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর