মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঝিনাইদহ-১ আসনের এমপি নিয়ে হাই কোর্টের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের ফলাফলের গেজেট স্থগিত করে দেওয়া হাই কোর্টের আদেশ ১৩ মে পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম দুলালের করা নির্বাচনী আবেদনের শুনানি নিয়ে গত ১ ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাই কোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের গেজেট দুই মাসের জন্য স্থগিত করেন। নির্বাচন কমিশন ওই আসনে নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেছিল। পরে হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী আব্দুল হাই।

মামলার নথি থেকে জানা গেছে, ৭ জানুয়ারি নির্বাচনের দিন ঝিনাইদহ-১ আসনে রিটার্নিং অফিসার ফলের শিট দেন। সেখানে তিনি বলেছেন ৪৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে। তাতে পিটিশনার স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম পান ৮০ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন। আব্দুল হাইয়ের ছিল ৬৫ হাজার ভোট। কিন্তু পরে তাকে ৯৪ হাজারের মতো ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। এই অনিয়মের অভিযোগে লিখিত অভিযোগ দেন নজরুল ইসলাম। তবে নির্বাচন কমিশন তার আবেদনের বিষয়ে কোন সিদ্ধান্ত না দেওয়ায় হাই কোর্টে আসেন নজরুল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর