মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ঘরের জন্য টাকা নিয়ে হামলার শিকার চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ার চরতি ইউপির চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরীকে টাকা দিয়ে ঘর না পেয়ে হামলা করেছে দেলোয়ার নামে এক ব্যক্তি। এরআগে টাকা চাইতে গেলে ইউনিয়ন পরিষদেরর ভেতরে দেলোয়ারকে মারধর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার চরতি ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, দেলোয়ার নামে এক ব্যক্তি চেয়ারম্যানকে সরকারি ঘর দেওয়ার জন্য ৪৫ হাজার দেয়। কিন্তু ঘর না পেয়ে টাকা ফেরত চাইলে তাকে মারধর করে বের করে দেয়। এরপর দেলোয়ার লোকজন এনে চেয়ারম্যানের ওপর হামলা করেছে। এঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রুহুল্লাহ চৌধুরী জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মওলানা মমিনুল হক চৌধুরীর সন্তান। তার বোন রিজিয়া রেজার স্বামী সাতকানিয়ার সাবেক এমপি আবু রেজা নেজাম উদ্দীন নদভীর সমর্থনে চেয়ারম্যান হয়েছিলেন। তার বিরুদ্ধে এমপির ক্ষমতার প্রভাব খাটিয়ে নদী থেকে বালু উত্তোলনসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর