মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নাশকতার পরিকল্পনার অভিযোগে একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ৮ বছর ধরে পলাতক আবদুল কাদের নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের ‘অ্যান্টি টেররিজম ইউনিট’- (এটিইউ)। গতকাল ‘এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল জানান, আবদুল কাদের ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ৮ বছর ধরে পলাতক ছিলেন তিনি।

গত রবিবার রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জানান, আবদুল কাদেরসহ মামলার বাকি আসামিরা সরকার পতনের জন্য বিভিন্ন স্থানে গুপ্ত হত্যা, জালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য পরিকল্পনা প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন। এজন্য তাদের বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় সন্ত্রাসবিরোধী আইন মামলা হয়। আবদুল কাদেরকে ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর