মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গবেষণা কাজে ডি৮-এর সঙ্গে সমঝোতা খুবির

নিজস্ব প্রতিবেদক, খুলনা

একাডেমিক ও গবেষণা কাজে ডি৮ অরগানাইজেশনের (আর্থ-সামাজিক সহযোগিতায় উন্নয়নশীল আটটি দেশের একটি সংস্থা) অধিভুক্ত ডি৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ইরান)-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে খুলনা বিশ্ববিদ্যালয়।

এর ফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান, ৫০ শতাংশ টিউশন ফি ছাড়, একাডেমিক এক্সচেঞ্জ স্টাডি/কোর্স, রিসার্চসহ একাডেমিক ও গবেষণা সহযোগিতা বিনিময়ে বিশেষ গুরুত্বারোপ করা হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন ও ডি৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন চ্যান্সেলর প্রফেসর ড. আব্বাস আফখামি। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ে মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নের দ্বার উন্মোচিত হলো।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর