বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইমাম নিয়োগ নিয়ে শিক্ষক-ছাত্রলীগ মুখোমুখি

ইবি প্রতিনিধি

ইমাম নিয়োগ নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উত্তাল হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তারা এ নিয়োগ বন্ধের দাবি জানিয়েছেন। তবে শিক্ষক-কর্মকর্তাদের একাংশ নিয়োগের পক্ষে রয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে মুখোমুখি অবস্থানে শিক্ষকদের একাংশ এবং ছাত্রলীগ। ছাত্রলীগ শিক্ষকদের একাংশকে গালিগালাজ এবং লাঞ্ছিত করেছেন বলে বিবৃতিতে অভিযোগ করেছেন শিক্ষকরা। বেলা ৩টার দিকে উপাচার্যের বাসভবনে নিয়োগ কার্যক্রম শুরু করেন কর্তৃপক্ষ। প্রতিবেদন লেখা পর্যন্ত নিয়োগ কার্যক্রম চলমান ছিল।

গতকাল সকালে উপাচার্য ও রেজিস্ট্রারের দুর্নীতির বিচারের মধ্যেও নিয়োগ বোর্ড ঘোষণা করে কর্তৃপক্ষ। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগের বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নিয়োগ বন্ধ করতে কর্মকর্তাদের একাংশ চাকরির বয়সসীমা ৬২ বছরে উন্নীতকরণ, নতুন শিক্ষার্থী ভর্তিতে পোষ্য কোটায় মার্ক শিথিলকরণসহ ১৩ দফা দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নিয়োগ বোর্ড বন্ধ রাখার দাবি জানান। শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, ‘উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। আজকের নিয়োগ নিয়েও অভিযোগ ছিল।’ উপাচার্য অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘আমি নিয়োগ বাণিজ্যের সঙ্গে কখনো জড়িত ছিলাম না। আমি সততা নিয়ে কাজ করছি এবং এ সততা নিয়ে লড়াই করতে চাই।’

সর্বশেষ খবর