বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আন্তর্জাতিক মুয়ে থাই দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মুয়ে থাই দিবস পালন

প্রথমবারের মতো ঢাকায় আন্তর্জাতিক ‘মুয়ে থাই ডে’ পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল গুলশান-২-এ ভেনকুইশ কমব্যাট জিমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান -বাংলাদেশ প্রতিদিন

থাইল্যান্ডের জাতীয় খেলা মুয়ে থাইকে বাংলাদেশে পরিচয় করিয়ে দিতে এবং এর জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে দেশে প্রথমবারের মতো ঢাকায় আন্তর্জাতিক ‘মুয়ে থাই ডে’ পালন করা হয়েছে। গতকাল গুলশান-২-এ ভেনকুইশ কমব্যাট জিমে ‘আন্তর্জাতিক মুয়ে থাই দিবস-২০২৪’ পালন করা হয়। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।

এ সময় আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, আমি বক্সিং এমএমএ, কিক বক্সিং, গ্রেফলিংসহ মার্শাল আর্ট অনেক দিন ধরে অনুশীলন করেছি। আমি মুয়ে থাই শিখতে শুরু করলাম আসিফ মাহমুদের কাছে। আমি খুবই খুশি হয়েছি এমন মার্শাল আর্টের সঙ্গে যুক্ত হতে পেরে। আসিফ মাহমুদের মতো এমন ভালো কোচ কোথাও আমি দেখিনি। আমি মুয়ে থাই-এর সাফল্য কামনা করছি। বাংলাদেশ মুয়ে থাই ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ বলেন, আমি ২০০০ সাল থেকে মুয়ে থাই প্র্যাক্টিস করছি। আমি চাই আমার হাত দিয়ে না হলেও পরবর্তী প্রজন্ম যেন এই ইভেন্টে অলিম্পিকে স্বর্ণপদক নিয়ে আসতে পারে। আমরা নারীর ক্ষমতায় নিয়ে কাজ করেছি। এ ছাড়া সেলফ ডিফেন্স নিয়ে কাজ করেছি। আগামী ২৮ দিনের মধ্যে আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করব। সেখান থেকে বাছাই করা হবে জাতীয় পর্যায়ের জন্য।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মুয়ে থাই ফেডারেশন, ভেনকুইশ কমব্যাট জিম ও আলটিমেট কমব্যাট স্টোর। বাংলাদেশে মুয়ে থাই খেলাটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ২০১৯ সালে মুয়ে থাই খেলায় এশিয়ার মধ্যে ওয়েট স্কেলে গোল্ড চ্যাম্পিয়ন হন ওমিও। দেশে বর্তমানে কয়েকটি মুয়ে থাই ক্লাব ও প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। মুয়ে থাই খেলোয়াড়রা দেশ-বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। ‘মুয়ে থাই ডে’ পালনের মাধ্যমে এই খেলাটি আরও বেশি জনপ্রিয় করে তোলা এবং বাংলাদেশের খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সুযোগ পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, মুয়ে থাই থাইল্যান্ডের জাতীয় খেলা। এটি একটি প্রাচীন মার্শাল আর্ট যা মুষ্টি, কনুই, হাঁটু ও পায়ের ব্যবহার করে লড়াই করা হয়। মুয়ে থাই শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী। এটি শরীরের শক্তি, সহনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে।

সর্বশেষ খবর