বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দেড় বছর ধরে ‘হবে হবে’ অবস্থায় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া

চট্টগ্রাম নগর আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেড় বছর ধরে ‘হবে হবে’ অবস্থায় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া

১০ বছর পর সম্মেলনের বারবার উদ্যোগ নিয়েও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ তা করতে পারছে না। কখনো উপনির্বাচন, কখনো দলীয় প্রধানের চট্টগ্রাম সফর, কখনো আবার দলীয় অন্তঃকোন্দলের কারণে বারবার হোঁচট খাচ্ছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নতুন কমিটি গঠন প্রক্রিয়া। দেড় বছর ধরে একাধিকবার সম্মেলন আয়োজনের চেষ্টার পর সদ্যসমাপ্ত নির্বাচন কেন্দ্র করে থেমে যায় সম্মেলন আয়োজন প্রক্রিয়া। সাধারণ কর্মীদের উদ্বেগাকুল প্রশ্ন- কবে হবে সম্মেলন?

২০২৩ সালের জুনে আবারও সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়। ৩১ জুলাই সম্মেলনের তারিখ ঘোষণা করে স্থানও নির্ধারণ করা হয়। কিন্তু ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের কারণে আবারও সম্মেলন পেছানো হয়। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততায় সম্মেলনের উদ্যোগ থমকে পড়ে। এখন জাতীয় নির্বাচন হয়ে গেছে। তবু সম্মেলনের কোনো উদ্যোগ নেই। সূত্র জানান, সব সাংগঠনিক ওয়ার্ডে সম্মেলন শেষ হয়ে যাওয়ার পর হবে নগর সম্মেলন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ৪৪ সাংগঠনিক ওয়ার্ড ও ১৫ থানা ইউনিট। নগর সম্মেলন সফল করতে ২০২১ সালের নভেম্বর থেকে সাংগঠনিক ইউনিটগুলোয় সম্মেলনের উদ্যোগ নেয় নগর আওয়ামী লীগ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর