বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পরিবহন শ্রমিকদের ৫ ঘণ্টা অবরোধে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পরিবহন শ্রমিকদের ৫ ঘণ্টা অবরোধে দুর্ভোগ

আটক চার শ্রমিক নেতার মুক্তির দাবিতে সিলেটে প্রায় ৫ ঘণ্টা সড়ক, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। ফলে বিভিন্ন আঞ্চলিক সড়ক ছাড়াও সিলেট-ঢাকা মহাসড়ক ও সিলেট-তামাবিল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে মুচলেখা নিয়ে আটকদের র‌্যাব ছেড়ে দিলে অবরোধ তুলে নেন পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের কারণে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা শাখার সহসভাপতি জুমেল আহমদ জানান, মঙ্গলবার দক্ষিণ সুরমার আঞ্চলিক কমিটির অফিস থেকে র‌্যাব তাদের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর সদস্যকে ধরে নিয়ে যায়। এর প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার বিভিন্ন স্থানে এবং সিলেট-তামাবিল মহাসড়কের টিলাগড় ও মেজরটিলা এবং সিলেট-কোম্পানীগঞ্জ, সিলেট-জকিগঞ্জসহ কয়েকটি সড়কে শ্রমিকরা অবরোধ করেন। সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া জানান, সিলেটের দুটি স্থান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চার শ্রমিক নেতাকে আটক করেছে। পরে তাদের ছেড়ে দেওয়ায় অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

সূত্র জানায়, রাত ১০টার দিকে শ্রমিক নেতারা র‌্যাব-৯ কার্যালয়ে যান। পরে আটকদের মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আটক শ্রমিক নেতাদের মুক্তির খবর পাওয়ার পর শ্রমিকরা অবরোধ তুলে নেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর