বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চার দিনের ডিসি সম্মেলন মার্চে

দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী

ওয়াজেদ হীরা

আগামী মার্চে ডিসি (জেলা প্রশাসক) সম্মেলনের জোর প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পাওয়ায় এ সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ। চলবে ৬ মার্চ পর্যন্ত। এ  সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ডিসি ও বিভাগীয় কমিশনারদের দিকনির্দেশনা দেবেন সরকারপ্রধান শেখ হাসিনা। মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি)। সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে জেলা প্রশাসকদের মতবিনিময় ও তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। একসময় জুলাই মাসে ডিসি সম্মেলন হলেও কয়েক বছর ধরে জানুয়ারি মাসে এটি হয়ে আসছিল। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার পিছিয়ে যায়। গতবার ডিসি সম্মেলন তিন দিনের হলেও প্রয়োজনীয়তা ও গুরুত্বের কারণে এবার এক দিন বাড়িয়ে চার দিন করা হয়েছে। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক ব্যক্তি মনে করছেন, সম-সাময়িক বিষয়সহ নানা বিষয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সরকারপ্রধানের বক্তব্য থাকবে। গত ৫ ফেব্রুয়ারি সব সচিবকে নিয়ে বৈঠকে দেশের অর্থনীতি, কৃষি, খাদ্য, জ্বালানি, বিদ্যুৎসহ নানা বিষয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একাধিক সচিব জানিয়েছেন, ডিসিদের অনেক মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করতে হয়। মাঠে ডিসিরাই মুখপাত্র। সুতরাং, তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নানা বার্তা থাকবে। ডিসি সম্মেলনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধানমন্ত্রীর সময় পাওয়াসাপেক্ষে এ সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। গতবারের চেয়ে এবার এক দিন বেশি হবে এই সম্মেলন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বিভিন্ন সেশনে মন্ত্রী-সচিবরা মন্ত্রণালয়ের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা ও দিক-নির্দেশনা দেবেন। এই আয়োজনের অন্যান্য প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর