বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কাল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

মাওলানা সাদের ভিসা নিশ্চিত করার দাবি

আফজাল, টঙ্গী

রাজধানীর সন্নিকটে কহর দরিয়া-খ্যাত টঙ্গীর তুরাগ নদ তীরবর্তী ১৬০ একর জমি বিস্তৃত ময়দানে দ্বিতীয় ধাপের ইজতেমা শুক্রবার শুরু হবে। দ্বিতীয় পর্বের আয়োজন সামনে রেখে এগিয়ে চলছে সব কাজ। ফজরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলনের ৫৭তম বিশ্ব ইজতেমা। নিরাপত্তাবলয়ে থাকবে ইজতেমা ময়দান। ইজতেমা উপলক্ষে বিভিন্ন জেলার মুসল্লিরা বাস, ট্রেন ও নৌপথে ময়দানে প্রবেশ শুরু করেছেন। মুসল্লিরা জেলাওয়ারি ৮৫টি খিত্তায় অবস্থান নেবেন। বিদেশি তাবলিগের সাথিরা ইতোমধ্যে ময়দানে উপস্থিত হয়েছেন। শুক্রবার শুরু হয়েছিল প্রথম পর্ব। এরপর চার দিন বিরতি দিয়ে কাল ৯ ফেব্রুয়ারি শুরু হবে  দ্বিতীয় পর্ব। এরপর ১১ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে উভয় পর্বের বিশ্ব ইজতেমা। বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে বয়ানের সঙ্গে সঙ্গে বাংলা ও আরবি ভাষায় তর্জমা করা হবে। ময়দানের উত্তর-পশ্চিমে তৈরি করা হয়েছে বয়ান (মিম্বর) মঞ্চ এবং পশ্চিম প্রান্তে কামারপাড়া সেতুসংলগ্ন বিদেশি মেহমানদের থাকার ঘর। আগত মুসল্লিদের নদী পারাপারের জন্য সেনাবাহিনী থেকে নির্মাণ করা পাঁচটি ভাসমান সেতু। এ ছাড়া বিআইডব্লিউটিএ থেকে আরও একটি সেতু নির্মাণ রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেছেন, গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। ইজতেমায় যোগ দিতে ইতোমধ্যে ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। আগত দেশি-বিদেশি মুসল্লিদের সেবায় পুরো ময়দান নিরাপত্তাবলয়ে থাকবে। র‌্যাব-পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবে। ড্রোন ক্যামেরার মাধ্যমে ময়দান ও আশপাশ এলাকা নিরাপত্তা পর্যবেক্ষণে ওয়াচ করা হচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। বিশ্ব ইজতেমাকে ঘিরে যেন কোনো নাশকতা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর