বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে উদারতা দেখানোর সুযোগ নেই : কাদের

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে উদারতা দেখানোর সুযোগ নেই : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের চলমান সংঘাতে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশে উদারতা দেখানোর সুযোগ নেই। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আমাদের যেন কোনো শঙ্কা বা উদ্বেগের কারণ না হয়, সে জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে আলাপ আলোচনা করছি। বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে। তারা বলেছেন, সংঘাতে যারা পালিয়ে এসেছে বাংলাদেশে, তাদের ফেরত নেবেন তারা। গতকাল দুপুরে বনানীতে সেতু ভবনে এক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রী। এর আগে সকালে সেতুভবনে প্রকল্পের অগ্রগতি নিয়ে তার সঙ্গে বৈঠক করে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ওবায়দুল কাদের বলেন, এখন আর নতুন করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে দেব না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর