বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সাবেক সংসদ সদস্য নদভীর বিরুদ্ধে ইসির মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে পরাজিত প্রার্থী সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল চট্টগ্রামের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদের আদালতে সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রিপন চাকমা বাদী হয়ে মামলাটি করেন। চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসংক্রান্ত মামলাটি আমলে নিয়ে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। পরবর্তী তারিখে তাঁদের আদালতে হাজির হতে বলা হয়। মামলার নথিসূত্রে জানা যায়, চট্টগ্রাম-১৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী গত বছরের ৩১ ডিসেম্বর নির্বাচনি প্রচারে গিয়ে চুনতি মাদরাসার সিরাতুন্নবী (সা.) মাহফিলে ১ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে এক সমর্থকের ছেলেকে চাকরি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার ঘোষণা দেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর