বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বহিরাগত নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে একাডেমিক কার্যক্রম শেষ হওয়া শিক্ষার্থী, অনাবাসিক শিক্ষার্থী এবং বহিরাগতরা অবস্থান করতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির ২৯তম সভায় এ সিদ্ধান্ত হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির ভারপ্রাপ্ত উপাচার্য উপস্থিত সব হল প্রভোস্টদের এ বিষয়ে সর্বাত্মক সতর্কতা মেনে চলার নির্দেশনা দিয়েছেন। আবাসিক হলগুলোতে এ ধরনের কোনো শিক্ষার্থী বা বহিরাগত কোনো ব্যক্তি অবস্থান করলে তাদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর