শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ১০ কোটি টাকার চোরাই ভারতীয় কাপড় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় কাপড়বোঝাই দুটি ট্রাক জব্দ করেছে কোস্টগার্ড। কাপড়ের ওপর ধান রেখে ভারতীয় এ কাপড় পাচার করা হচ্ছিল। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া সেতু এলাকা থেকে ট্রাক দুটি জব্দ করে তারা।

গতকাল সন্ধ্যার পর নগরীর পলাশপুর কোস্টগার্ডের বিসিজি স্টেশন ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের লে. মো. আক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া সেতু এলাকায় অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।

পরে কোস্টগার্ড ট্রাক দুটি তল্লাশি চালায়। ট্রাকে ধানবোঝাই করে কাপড়ের বান্ডিল দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তল্লাশি করে দুটি ট্রাক থেকে ১০ হাজার ৫৮ পিস শাড়ি, ৩৩২ পিস থান কাপড়, ৭৫৬টি থ্রি পিসসহ মোট ১১ হাজার ১৪৬ পিস ভারতীয় কাপড় এবং ১২০ মণ ধান জব্দ করা হয়।

যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি  টাকা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা কাপড় এবং ট্রাক দুটি কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. মো. আক্তার হোসেন।

সর্বশেষ খবর