শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এমসি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করল শিক্ষার্থীরা

শিক্ষক ও পানি সংকট নিরসন দাবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ইতিহাস বিভাগে শিক্ষক ও ছাত্রাবাসে সুপেয় পানি সংকট নিরসনের দাবিতে সিলেটের ঐতিহ্যবাহী মুরারি চাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন তারা। সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অধ্যক্ষ অবরুদ্ধ অবস্থায় ছিলেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে কলেজের ইতিহাস বিভাগে শিক্ষক সংকট রয়েছে। শিক্ষক সংকটের কারণে ওই বিভাগের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এ ছাড়া কলেজের বঙ্গবন্ধু ছাত্রাবাসে সুপেয় পানির সংকটও দীর্ঘদিনের। এ নিয়ে শিক্ষার্থীরা কয়েক দফা কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা কলেজ অধ্যক্ষকে অবরুদ্ধ করে গেটে তালা দেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ জানান, শিক্ষার্থীদের দাবিগুলো যুক্তিসঙ্গত। সমস্যাগুলো নিয়ে আজও (বৃহস্পতিবার) তাদের সঙ্গে আলোচনা হয়েছে। সমস্যা সমাধানে পদক্ষেপও নেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে তারা কেন বিক্ষোভ শুরু করেছে তা বোধগম্য নয়।

সর্বশেষ খবর