শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংরক্ষিত নারী আসনে ভোট

ঋণখেলাপিদের তথ্য চায় ইসি

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের ঋণ খেলাপের তথ্য দিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব এম মাজহারুল ইসলাম এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়, ১৪ মার্চ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান তালুকদারকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত সময়সূচি অনুসারে মনোনয়নপত্র দাখিলের দিন ১৮ ফেব্রুয়ারি বিকাল ৪টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের নাম, বাবা/মা/স্বামীর নাম ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ইতিপূর্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মতো রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ করবে। ২৮ নভেম্বর, ২০২৩ তারিখ জারিকৃত নির্দেশনার আলোকে ঋণ খেলাপি সংক্রান্ত তথ্য ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ মনোনয়নপত্র বাছাইয়ের সময়সীমার আগে রিটার্নিং কর্মকর্তার বরাবরে দেওয়াসহ প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনে মহাজোট পাবে ৪৮টি আসন ও জাতীয় পার্টি পাবে দুটি আসন। দ্বাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে আগামী ১৪ মার্চ ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সংরক্ষিত আসনে নির্বাচনে অংশ নিতে ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৯ ও ২০ ফেব্রুয়ারি বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ভোট ১৪ মার্চ। এ নির্বাচনে ভোটের জন্য একটি দিন রাখা হলেও ফল জানা যায় তার আগেই। ৫০টি সংরক্ষিত নারী আসনের বিপরীতে দল ও জোটগতভাবে সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার দিনই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। বিদ্যমান আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনের ভোটার হন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর