শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যের দাম বাড়াতে ‘আত্মা’র সুপারিশ

সরকারের রাজস্ব আয় বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যের দাম ও কর কার্যকরভাবে বাড়ানোর দাবি জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা বৈঠকে এই দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বৈঠকে আত্মার পক্ষ থেকে বলা হয়, তামাকবিরোধীদের কর ও মূল্য প্রস্তাব বাস্তবায়ন করা হলে ৯,৪০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে। বর্ধিত এই রাজস্ব চলমান আর্থিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে প্রায় ৫ লাখ তরুণসহ মোট ১১ লাখের অধিক মানুষের অকাল মৃত্যুরোধ সম্ভব হবে। দেশে তামাকপণ্য খুবই সস্তা, নিত্যপণ্যের তুলনায় এগুলো আরও সস্তা হয়ে পড়ছে। ফলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী এই ক্ষতিকর পণ্য ব্যবহারে বিশেষভাবে উৎসাহিত হচ্ছে। এটা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। বৈঠকে এনবিআর চেয়ারম্যান বলেন, আসন্ন বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর পাশাপাশি অ্যাডভেলোরেমের পরিবর্তে সুনির্দিষ্ট কর পদ্ধতি চালুর বিষয় বিবেচনা করা হবে। বৈঠকে উপস্থিতিতে আত্মার কর্মকর্তাদের মধ্যে অংশ নেন সিনিয়র সাংবাদিক সুকান্ত গুপ্ত অলোক, কনভেনর মর্তুজা হায়দার লিটন, কো-কনভেনর নাদিরা কিরণ ও মিজান চৌধুরী, চ্যানেল আই-এর সিনিয়র বার্তা সম্পাদক মীর মাশরুর জামান রনি ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা। বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর