শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বর্তমান শিক্ষানীতি পাঠ্যক্রম নিয়ে জাতি উদ্বিগ্ন : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, বর্তমান শিক্ষানীতি ও পাঠ্যক্রম নিয়ে পুরো জাতি উদ্বিগ্ন। নতুন পাঠ্যপুস্তকে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতাকে বিসর্জন দেওয়া হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকভাবে দুর্বল করার জন্য পাঠ্যক্রমে শরীফার গল্প ঢোকানো হয়েছে। শিক্ষায় নৈতিকতার সংকটের ফল হচ্ছে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাদের দ্বারা স্বামীকে বেঁধে স্ত্রীর ওপর পৈশাচিকতার ঘটনা। গতকাল বিজয়নগরে দলের মিলনায়তনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ। মাওলানা নূরুল হক, মাওলানা ফারুক আহমদ ভুঁইয়া, মো. আবদুল রহমান, মুফতি সাইফুল হক প্রমুখ।

ড. আহমদ আবদুল কাদের বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে এ ধরনের বিতর্কিত শিক্ষাব্যবস্থা চলতে পারে না। এ অনৈতিক শিক্ষাক্রমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন মিয়ানমার সীমান্তেও বাংলাদেশি নাগরিকরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা ইতিহাসের সমস্ত গণহত্যার নজির ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনি নাগরিকদের ওপর এ জঘন্য গণহত্যা পরিচালনায় সাম্রাজ্যবাদী শক্তিগুলো অর্থ ও অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীকে সাহায্য করে যাচ্ছে। এ জঘন্য গণহত্যার জন্য ইতিহাস এদের ক্ষমা করবে না। ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর