শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চার প্রতিষ্ঠানকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

রাজধানীর যাত্রাবাড়ী আড়তে অভিযান

জাটকা ইলিশ, জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। র‌্যাব-১০ এর সমন্বয়ে এ সময় জেলা মৎস্য অধিদফতরের সহকারী প্রকল্প কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গতকাল দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) আল আমিন জানান, অভিযানে চার প্রতিষ্ঠানকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া প্রায় ৪ লাখ ৮৬ হাজার ৭০০ টাকা মূল্যের ৭৯৫ কেজি জাটকা ইলিশ ও ২১৯ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। পরে জব্দ করা জাটকা ইলিশ এতিমখানায় দান করা হয়। আর জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর