শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

৩ লাখ পিস ইয়াবা ও ১ কেজি আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের সীমান্তে পৃথক অভিযানে ৩ লাখ পিস ইয়াবা ও ১ কেজি ২৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জিন্নাহ খাল এলাকায় দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল বিভক্ত হয়ে কৌশলগত অবস্থান করে। বিজিবি টহলদল চার ব্যক্তিকে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে নাফ নদের জিন্নাহ খালের কিনারায় নৌকা থেকে কিছু বস্তা নামাতে দেখে। টহলদল তাদের চ্যালেঞ্জ করলে দ্রুত নৌকা নিয়ে সীমান্তে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারে পালিয়ে যায়। পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। এ ছাড়া বেলা ৩টার দিকে টেকনাফের হ্নীলার রঙ্গিখালী এলাকায় আখতারুজ্জামানের বাড়ির পাশে লবণ মাঠে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো একটি ক্রিস্টাল মেথ আইস প্যাকেট উদ্ধার করা হয় ১ কেজি ২৩ গ্রাম জব্দ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর