রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ময়নামতী জাদুঘর পরিদর্শনে প্রধান বিচারপতি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ময়নামতী জাদুঘর পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। গতকাল কুমিল্লার ময়নামতী জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারপতি ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার আবদুুল মান্নানসহ জেলার বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, জাদুঘরে অনেক পুরনো কীর্তি রয়েছে। সেগুলোই প্রমাণ করে এ অঞ্চল অতীতে কতটা সমৃদ্ধ ছিল। তাছাড়া জাদুঘরের নিদর্শনগুলো সুন্দরভাবে সাজানো ছিল; যা সবাইকে মুগ্ধ করেছে।

সর্বশেষ খবর