রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জাপার জনপ্রিয়তায় চরম ধস নেমেছে : রওশন এরশাদ

রওশনপন্থি জাপার কাউন্সিল ৯ মার্চ

নিজস্ব প্রতিবেদক

৯ মার্চ শনিবার জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। গতকাল গুলশানে নিজ বাসায় প্রেসিডিয়াম মেম্বারসহ শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠক শেষে রওশন বলেন, পল্লীবন্ধু এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় চরম ধস নেমেছে। পার্টির এই ক্রান্তিলগ্নে দেশের অগণিত এরশাদভক্ত নেতা-কর্মীর দাবির মুখে জাতীয় পার্টিকে রক্ষার জন্য আমি দায়িত্ব নিয়েছি। তিনি বলেন, প্রাথমিকভাবে ২ মার্চ জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলাম। কিন্তু পবিত্র মাহে রমজানের পূর্বে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় ওই দিনে সম্মেলনের জন্য উপযুক্ত ভেন্যু না পাওয়ায় আমরা তারিখ পরিবর্তন করে ৯ মার্চ সম্মেলনের দিন নির্ধারণ করেছি। বৈঠকে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদ, রাহগির আল মাহি সাদ এরশাদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, গোলাম সরোয়ার মিলন, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

সর্বশেষ খবর