রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ময়ূর নদ বাঁচানোর দাবি পরিবেশ আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় পানি নিষ্কাশনের অন্যতম ক্ষেত্র ময়ূর নদ বাঁচানোর দাবিতে পরিকল্পিতভাবে নদ খননের দাবি জানিয়েছে পরিবেশবাদী নাগরিক সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল নগরীর গল্লামারী নদের পাড়ে ময়ূর নদ বাঁচানোর দাবিতে ব্যতিক্রমী সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার। এতে বলা হয়, ময়ূর নদটি বাঁচাতে এর আংশিক খনন করে তার প্রবাহ নিশ্চিত করা বাস্তবতা পরিপন্থি। শুধু তাই নয়, আংশিক খননের ফলে জলাবদ্ধতা নিরসনের বিষয়টিও প্রশ্নবিদ্ধ থেকে যায়। আরও বলা হয়, সমন্বিত পরিকল্পনার আওতায় আলুতলার ১০ গেট থেকে বিল ডাকাতিয়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এ নদটি এবং এর সংযুক্ত খালসমূহ খনন করে উজান এবং ভাটিতে সমান প্রবাহ নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় এ প্রকল্পের কাজ শুধু অর্থ অপচয় হবে। এ ছাড়া চলমান খননকাজ পানি শুকিয়ে ভেকু ও শ্রমিক দিয়ে মাটি কাটার কথা থাকলেও অনেক ক্ষেত্রে পানি না সেচে পানির মধ্যেই খননকাজ চলছে, যা প্রকল্পের অর্জন নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

সর্বশেষ খবর