রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কারিকুলামে ইসলাম ধর্মশিক্ষাকে উপেক্ষা করা হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, একটি মুসলিম দেশের শিক্ষা কারিকুলামে ইসলাম ধর্মশিক্ষাকে চরমভাবে উপেক্ষা করা হয়েছে। অথচ ধর্মশিক্ষার মাধ্যমেই আদর্শ ও নীতি-নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে ওঠে। এই বাস্তবতায় যেখানে শিক্ষার সর্বস্তরে ধর্মশিক্ষাকে প্রাধান্য দেওয়ার কথা ছিল, সেখানে তা না করে উল্টো সংকুচিত করার পরিকল্পনা করা হয়েছে। গতকাল বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুরানা পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে শাখা সভাপতি মুফতি হাবীবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাজীর পরিচালনায় এতে বিষয়ভিত্তিক আলোচনা করেন যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান প্রমুখ। মাওলানা জালালুদ্দিন শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার আহ্বান জানান।

সর্বশেষ খবর