রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জয়নুল হক সিকদারের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

জয়নুল হক সিকদারের মৃত্যুবার্ষিকী পালিত

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা, সমাজ সেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী, দানবীর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জয়নুল হক সিকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর ধানমন্ডিতে সিকদার মেডিকেলে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২৩ হাজারেরও বেশি দুস্থ এবং দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিক হক সিকদার, রন হক সিকদার, মমতাজুল হক সিকদার, সন হক সিকদারসহ পরিবারের অন্য সদস্যরা। এর বাইরে সংসদ সদস্য এনামুল হক শামীম, নাঈমুজ্জামান মুক্তা, ড. মো. আওলাদ হোসেন ও রুহুল আমিন হাওলাদারসহ ন্যাশনাল ব্যাংক, সিকদার গ্রুপ, পাওয়ার প্যাক এবং সিকদার গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান, সামরিক-বেসামরিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জয়নুল হক সিকদার দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সিকদার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা সদস্য, জেডএইচ সিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও জেডএইচ সিকদার বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। বাংলাদেশে বেসরকারি খাতের উন্নয়নেও ছিল তার অপরিসীম অবদান।

সর্বশেষ খবর