রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভাড়ায় পরিবহনের মালামাল নিয়ে লাপাত্তা ট্রাকচক্রের গ্রেফতার চার

নিজস্ব প্রতিবেদক

ভুয়া ট্রান্সপোর্ট এজেন্সির নামে ভাড়ায় খাদ্যশস্য বা বাসা পরিবর্তনের মালামাল পরিবহনের কাজ নিয়ে ট্রাকসহ লাপাত্তা হয়ে যাওয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। তারা মালিকের কাছ থেকে পরিবহনের জন্য মালামাল বুঝে নিয়ে মালিকের গন্তব্যে না পৌঁছে ট্রাকসহ লাপাত্তা হয়ে যেত। একটি কাজ শেষ হলে তারা গাড়ির রং ও নম্বর প্লেট পরিবর্তন করে নতুন টার্গেট নির্ধারণ করত। এভাবে দীর্ঘদিন ধরে মানুষের মালামাল হাতানো এই ট্রাকচক্রটি অবশেষে ধরা পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে। গতকাল রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, গত ১ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গার এক ব্যবসায়ী একটি ভাড়া করা ট্রাকে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সুমন ইন্টারপ্রাইজে নতুন-পুরাতন মিলিয়ে ৩৫৫টি ব্যাটারি পাঠান। সঙ্গে পাঠান কর্মচারী বিষ্ণু বিশ্বাস। পণ্য পরিবহনে সাড়ে ১৫ হাজার টাকার চুক্তিতে খুলনা থেকে মুন্সীগঞ্জের যাওয়া কথা ট্রাকটির। কিন্তু পথিমধ্যে তারা কৌশলে কর্মচারী বিষ্ণুকে নামিয়ে দিয়ে মুন্সীগঞ্জের বদলে চলে আসে ঢাকায়। এরপর ৩৫৫টি ব্যাটারির মধ্যে ২৯০টি রাজধানীর বিভিন্ন মার্কেটে বিক্রি করে দেয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এ চক্রের চারজনকে গ্রেফতার করে ডিবির মিরপুর জোন। তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া ৬৫টি ব্যাটারি ও পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. রাজিব হোসেন, মো. রাকিব হোসেন, শ্রী চয়ন কুমার ঘোষ ও রেজাউল করিম। গত শুক্রবার রাজধানীর মিরপুর, পল্লবী, কেরানীগঞ্জ ও লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই চক্রকে আটকে নেতৃত্ব দেওয়া ডিবির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদ হাসান বলেন, চক্রটি কাজ শেষ করে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটির নম্বর ও রং পরিবর্তন করে ফেলত। যার প্রমাণ, খুলনা থেকে আনা পণ্য বিক্রির পর রাজধানীর মেরুল বাড্ডার বাঁশপট্টি এলাকায় ট্রাকটির রং পরিবর্তন করার সময়ে তারা হাতেনাতে ধরা পরে। এ সময় ট্রাকটিতে লাগানো আগের নম্বর প্লেট ছিল না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, যারা চোরাই পণ্য কেনেন তারাও চুরির মামলার আসামি হবেন। আমি ব্যবসায়ীদের উদ্দেশে বলতে চাই, পণ্য কেনাবেচার ক্ষেত্রে সতর্ক থাকুন।

সর্বশেষ খবর