রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

যৌন হয়রানির অভিযোগ ঢাবি শিক্ষক নাদির জুনাইদের বিরুদ্ধে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদের বিরুদ্ধে এবার যৌন হয়রানির অভিযোগ করেছেন তারই বিভাগের এক নারী শিক্ষার্থী। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ওই শিক্ষার্থী। অভিযোগপত্রে ওই শিক্ষার্থীর সঙ্গে অধ্যাপক ড. নাদির জুনাইদের বিভিন্ন হয়রানির বিষয় তুলে ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, একজন নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন, আমরা অভিযোগটি গ্রহণ করেছি। গতকাল বিশ্ববিদ্যালয়ে বন্ধের দিন হওয়ায় রবিবার ভিসির কাছে অভিযোগপত্রটি পাঠানো হবে, এরপর তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। লিখিত অভিযোগে ওই নারী শিক্ষার্থী বলেন, ‘অধ্যাপক নাদির জুনাইদ তার ফেসবুক আইডি থেকে মেসেজ করতেন এবং অন্তরঙ্গ বিষয় নিয়ে অনেক কথা বলতে চাইতেন। তার শারীরিক অবয়ব সম্পর্কে নোংরা মন্তব্য করতেন এবং যৌন উত্তেজনা প্রকাশ করতেন। অধ্যাপক নাদির জুনাইদের কৃতকর্মের সুষ্ঠু তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানাই। এর আগে ৭ ফেব্রুয়ারি অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কম নম্বর দেওয়ার অভিযোগ তুলে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম ব্যাচের ২৮ শিক্ষার্থী। এসব বিষয়ে অধ্যাপক নাদির জুনায়েদ বলেন, অভিযোগের বিষয়ে আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। কোনো একটি মহল আমাকে হয়রানির জন্য পরপর আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলছে।

ছাত্র ইউনিয়নের মানববন্ধন : যৌন হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্তের ভিত্তিতে বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনের সামনে মানববন্ধন করেন তারা।

 

সর্বশেষ খবর