সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বছরে প্রশিক্ষণ পাবেন ৩ হাজার শিক্ষার্থী

চট্টগ্রামে আইটি ট্রেনিং সেন্টার উদ্বোধন শিগগিরই

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

কর্মসংস্থান হবে ১ হাজার মানুষের। প্রতি বছর প্রশিক্ষণ দেওয়া হবে ৩ হাজার শিক্ষার্থীকে। আইটি খাতে তৈরি হবে দক্ষ মানবসম্পদ। সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইসিটি পণ্য উদ্ভাবন হবে। সুযোগ হবে বিদেশে রপ্তানির। প্রসার হবে প্রযুক্তিনির্ভর শিল্পের। গুরুত্ব বাড়বে প্রযুক্তি খাতের। ভূমিকা রাখবে সরকারের রপ্তানি আয় সংক্রান্ত অভীষ্ট লক্ষ্য। চট্টগ্রামে গড়ে উঠবে ‘আইটি বিজনেস হাব’। চট্টগ্রাম শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার পূর্ণাঙ্গরূপে চালু হলে এসব সুযোগ তৈরি হবে। ইতোমধ্যে অবকাঠামোগত কাজ শেষ। ১৫ দিন পর বুঝিয়ে দেওয়া হবে প্রকল্প। এর পরই পুরোদমে চালু হবে প্রশিক্ষণ। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মালিকানাধীন নগরের চাঁদগাঁও বিএফআইডিসি রোডে ১ দশমিক ৭১ একর জায়গায় প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়। ২০১৯ সালের ১১ মার্চ চসিকের সঙ্গে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সমঝোতা স্মারক সই হয়। জানা যায়, আইটি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ দেশের আট স্থানে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ স্থাপন করছে।  সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় ৫৩৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। চট্টগ্রামের সেন্টারের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. তৌফিকুর রহমান বলেন, বেশির ভাগ কাজ প্রায় শেষ। এখন লিফট বসানো, ইনটেরিয়র, মুজিব কর্নার ও ফার্নিচার বসানোর কাজ চলছে। ক্যান্টিন বিল্ডিং ও সাবস্টেশনের কাজও শেষ। আর ১৫ দিন পর প্রকল্পটি হাইটেক পার্ক কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে। এর পর থেকে পুরোদমে সব কার্যক্রম ও প্রশিক্ষণ শুরু হবে। প্রকল্পসূত্রে জানা যায়, সেন্টারটি হবে সাড়ে ৩৫ হাজার বর্গফুটের ছয় তলা ভবনের। এর মধ্যে প্রথম তলায় থাকবে ফ্রি স্পেস, দ্বিতীয় তলায় প্লাগ অ্যান্ড প্লে, তৃতীয় তলায় ট্রেনিং সেন্টার, চতুর্থ তলায় সেমিনার কক্ষ, পঞ্চম তলায় স্টার্টআপ অ্যান্ড ইনকিউবেশন ও ষষ্ঠ তলায় স্পোর্টস, কালচার অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং ও বিজনেজ স্পেস আছে দুই তলা বিশিষ্ট আলাদা ক্যান্টিন। এর পাশেই সাবস্টেশন। প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, এসএসসি ও এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেব গড়ে তোলার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উদ্যোক্তা তৈরিতে সহায়তা, একাডেমিয়া বা আইটি ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধ এবং আইটি ও আইটিইএস সম্পর্কিত খাতে দেশের যুবসমাজের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর