সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এ সরকারের কোনো ভিত্তি নেই : সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, এ সরকার জনগণের অধিকার নষ্ট করে ক্ষমতায় বসেছে। এ সরকারের কোনো ভিত্তি নেই। তিনি আরও বলেন, আমাদের নেতাদের যে মামলায় কারাগারে নেওয়া হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই। লোক দেখানোর জন্য সরকার কিছু মামলা থেকে জামিন দিলেও একটি করে মামলার মাধ্যমে তাদের কারাগারে বন্দি রাখা হয়েছে। এটি অমানবিক। গতকাল জাতীয় প্রেস ক্লাবে জিয়া প্রজন্ম দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জিয়া প্রজন্ম দলের চেয়ারম্যান পারভিন কাউসার মুন্নি, মহাসচিব সারোয়ার হোসেন রুবেল, তাঁতি দল আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মুজিবুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর