সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ই-পাসপোর্ট প্রকল্পে যোগ দিলেন ব্রি. জে. নুরুস ছালাম

নিজস্ব প্রতিবেদক

ই-পাসপোর্ট প্রকল্পে যোগ দিলেন ব্রি. জে. নুরুস ছালাম

ই-পাসপোর্ট ও অটোমেটেড বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্টের প্রকল্প পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম। গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে তিনি এ প্রকল্পের দায়িত্ব গ্রহণ করেন। সংশ্লিষ্ট বিষয়ে দেশে ও বিদেশে উচ্চ কারিগরি কাজের অভিজ্ঞতার অধিকারী এই কর্মকর্তা আগেও বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। গতকাল ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন এ প্রকল্প জার্মানির প্রতিষ্ঠান ভেরিডোস জিএমবিএইচের সঙ্গে যৌথভাবে বাস্তবায়িত হচ্ছে।

জার্মানির এ কোম্পানি ৩০ লাখ ই-পাসপোর্ট বই সরবরাহ করবে। দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে ১১৯তম দেশ হিসেবে ডিজিটাল সুবিধা সংবলিত ই-পাসপোর্ট চালু করে বাংলাদেশ। ২০২০ সালের ২২ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ই-পাসপোর্ট কর্মসূচি’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর