সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সিলেটে হত্যা মামলার আট আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে হত্যা মামলার আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সবাই ওসমানীনগর উপজেলার বেতখাই এলাকার আনোয়ার হোসেন হত্যা মামলার আসামি। গ্রেফতাররা হলেন- বেতখাই গ্রামের শাহীন মিয়া (৩০), সিরাজুল ইসলাম প্রকাশ বাদশা মিয়া (৫০) ও তার স্ত্রী সুলতানা বেগম (৩০), মো. আবদুল কাদির (৫০), মো. তজমুল আলী (৩৫), জবলু মিয়া (২৭), মো. আবদুল গনির স্ত্রী আফিয়া বেগম (৫০) ও সুফিয়া বেগম (৪৫)। জেলা পুলিশের মিডিয়া অফিসার এএসপি মো. সম্রাট তালুকদার জানান, বাড়ির কবরস্থানে যাতায়াতের রাস্তা নিয়ে বেতখাই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে একই বাড়ির বাসিন্দা মো. আবদুল কাদিরের বিরোধ ছিল। এর জেরে শনিবার সকাল ১০টার দিকে আবদুল কাদিরের পক্ষের লোকজন আনোয়ার হোসেন পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে আনোয়ার হোসেন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত আরও আটজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ওসমানীনগর থানায় মামলা হয়েছে। পুলিশ ওই হত্যা মামলার আট আসামিকে গ্রেফতার করে। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন এএসপি মো. সম্রাট তালুকদার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর