সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা এক নারীকে ভর্তি নেয়নি বলে অভিযোগ উঠেছে।  ওই নারীকে হাসপাতালে ভর্তি করাতে না পেরে নগরীর রূপাতলী বাস টার্মিনালে রেখে যান স্বেচ্ছাসেবকরা। নগরীর আদর্শ নিবাস বৃদ্ধাশ্রমের পরিচালক তাজুল ইসলাম জানান, এক মানসিক ভারসাম্যহীন নারী দীর্ঘদিন ধরে নগরীর রূপাতলী বাস টার্মিনালে অবস্থান করছে। ওই নারী অন্তঃসত্ত্বা। সে বেশ কিছুদিন ধরে অসুস্থ। শনিবার তাকে উদ্ধার করে বৃদ্ধাশ্রমে নিয়েছিলেন তারা। পরে তাকে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখান থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়। পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি ওই নারীর চিকিৎসার ব্যবস্থা করতে জরুরি বিভাগকে নির্দেশ দেন। জরুরি বিভাগ থেকে গাইনি ওয়ার্ডে নিয়ে গেলে তাকে থাকতে দেওয়া হয়নি। ওসিসিতে নিয়ে গেলে তাকে রাখা হয়নি। পরে তাকে মানসিক ওয়ার্ডে নিয়ে গেলে ওয়ার্ড তাদের ফিরিয়ে দেন। উপায়ন্ত না পেয়ে ওই নারীকে রূপাতলী বাস টার্মিনালে রেখে যান তারা। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম আকতারুজ্জামান তালুকদার বলেন, অসুস্থ রোগীকে চিকিৎসা দেওয়ার সাধ্য তাদের নেই। তারা অসহায়দের ওষুধ কিনে দেন।

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা ওই নারীকে চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি না রেখে সংশ্লিষ্টরা অন্যায্য কাজ করেছে। ওই নারীকে আগামীকাল (আজ সোমবার) হাসপাতালে নিয়ে এলে তার ভর্তির ব্যবস্থা করবেন বলে জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর