সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির নতুন অধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজের পদায়নের আদেশ প্রত্যাহার দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। গতকাল সকালে তারা ক্লাস বর্জন করে প্রতিষ্ঠানের সামনে সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে সড়কটিতে যানজটের ব্যাপক সৃষ্টি হয়। সংবাদ পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান কবির ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি দ্রুত মীমাংসার আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, নতুন অধ্যক্ষ সিরাজুল ইসলামের বিরুদ্ধে বিগত সময়ে অন্তত তিনবার দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভিন্ন জায়গা থেকে অপসারিত এবং পদাবনিত হয়েছে। এমন একজন দুর্নীতিবাজ অধ্যক্ষকে সিরাজগঞ্জ মেরিন একাডেমিতে কোনো ভাবেই শিক্ষার্থীরা মেনে নেবে না। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তিন দিন ধরে আন্দোলন চলছে এবং পদায়নের আদেশ বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর